
স্টাফ রিপোর্টার॥
কুমিল্লার দাউদকান্দিতে বেসরকারি ঋণ সংস্থার কিস্তির চাপে জীবন দিলেন ডলি আক্তার (৩২) নামে এক প্রবাসীর স্ত্রী।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম হাসানপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডলি আক্তার ওই এলাকার প্রবাসী মনির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের মা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মনির হোসেনকে সৌদি আরব পাঠাতে বিভিন্ন জায়গা থেকে ঋণ নেন তারা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ শোধ করতে না পারায় পরিবারটি অচলাবস্থায় পড়ে যায়।
প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। এনজিওর লোকজন নিয়মিত বাড়িতে এসে চাপ দিতেন। এ অবস্থায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ডলি। অবশেষে চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “পরিবারের দাবি অনুযায়ী ঋণের কিস্তি দিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”
গ্রামের মানুষ বলছেন, দৌরাত্ম্যপূর্ণ কিস্তির চাপ ও সুদের বোঝা এখন গ্রামীণ জীবনে বড় এক আতঙ্কে পরিণত হয়েছে। ডলি আক্তারের মৃত্যু যেন সেই চিত্রকেই আবারও সামনে নিয়ে এলো।