কুমিল্লায় কৃষি জমির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় কৃষি জমিতে জমে থাকা পানিতে ডুবে মো. জুনাইদ নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জয়দেবপুর মাথাভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের কৃষক মো. আবদুস সাত্তারের ছেলে।

মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, শিশুটি আজ সকাল ৮টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। বাড়ির পাশের কৃষি জমির বর্ষার পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার বলেন, পানিতে ডুবে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page