০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় কেএফসিতে হামলা-ভাঙচুর; ভিডিও দেখে ৩ জন গ্রেফতার

  • তারিখ : ০৮:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 184

নেকবর হোসেন।।
কুমিল্লার কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তান বাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১) ও শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে আসলাম (২১)।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল থেকে কেএফসিতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় তলায় উঠে রেস্টুরেন্টের কাচ ভাঙচুর করে এবং নিচ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করে।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল আকস্মিক কেএফসি ভাঙচুরের পর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও দিকনির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। আজ দুপুরে কেএফসি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।

গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাস্ত করা হবে না, যারাই এসব কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

error: Content is protected !!

কুমিল্লায় কেএফসিতে হামলা-ভাঙচুর; ভিডিও দেখে ৩ জন গ্রেফতার

তারিখ : ০৮:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার কেএফসি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তান বাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১) ও শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে আসলাম (২১)।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল থেকে কেএফসিতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভবনের দ্বিতীয় তলায় উঠে রেস্টুরেন্টের কাচ ভাঙচুর করে এবং নিচ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষয়ক্ষতি করে।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল আকস্মিক কেএফসি ভাঙচুরের পর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও দিকনির্দেশনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। আজ দুপুরে কেএফসি ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।

গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাস্ত করা হবে না, যারাই এসব কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।