কুমিল্লায় জন্ম নিবন্ধন করতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ তরুণী; পুলিশ বলছে প্রেমিকের সঙ্গে পালিয়েছে

দেবীদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে উম্মে তাহমিনা আক্তার (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ৫ দিন পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, সে তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

গত শনিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন তিনি। উম্মে তাহমিনা আক্তার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের দৌলত মেম্বারের বাড়ির গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

তাহমিনার পরিবার জানায়, দেবীদ্বার থেকে এসএসসি পাস করার পর ঢাকার কালাচাঁদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিষয়ে ভর্তি হন তাহমিনা।

পরিবারসহ তারা রাজধানীর ভাটারা এলাকায় বসবাস করতেন। গত বছর এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছিলেন তিনি। গত শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহমিনা ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেবীদ্বারে তার দাদার বাড়িতে আসেন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে আসন পেতে সরাসরি দেবীদ্বার থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তিনি দেবীদ্বার ফিরে যান। বিকেল ৩ টার দিকে দাদার বাড়িতে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সংশোধন করবেন বলে বের হন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তিন দিনেও ফিরে না আসায় সর্বশেষ ২১ এপ্রিল বিকেলে দেবীদ্বার থানায় তার ভাই মো. মোতালেব হোসেন (২১) ডায়েরি করেছেন।

এ বিষয়ে দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মো. ইলিয়াছ বলেন, নিখোঁজ তরুণীর ভাই মোতালেব হোসেন নিখোঁজ ডায়েরি করেছে। মোবাইলফোনে তার বোন ম্যাসেজ দিয়ে জানিয়েছে, সে তার প্রেমিকের সঙ্গে চলে গেছে।

ওসি বলেন, তরুণীর সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page