০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি

  • তারিখ : ১০:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 293

নেকবর হোসেন
কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ৩২টি এবং ধর্ষণের মামলার সংখ্যা ৮টি। মাসটিতে বিভিন্ন অপরাধে মোট ৪৭৫টি মামলা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার। এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিবরণীতে জানানো হয়, জুলাই মাসে ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, চুরি, দ্রুত বিচার ও মাদকদ্রব্য আইনে মামলার সংখ্যা বেড়েছে। তবে ধর্ষণ, আহত, অস্ত্র উদ্ধার ও চোরাচালান সংক্রান্ত মামলার সংখ্যা কিছুটা কমেছে।

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন ৭ জন। এ মাসে জেলায় ২১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫৯টি মামলা করেছে। এসব মামলায় মোট ২৪ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় হয়। এছাড়া ২৮৪ জনকে অর্থদণ্ড, ৫ জনকে কারাদণ্ড এবং ৭০ জনকে উভয় দণ্ডসহ মোট ৩৫৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সভায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, শহরের জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়ক সংস্কার, পরিবেশ দূষণ রোধ এবং পলিথিন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়।

জেলা পুলিশ সুপারের প্রতিনিধি কদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং যানজট নিরসনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিরুল কায়সার সভায় আলোচিত বিষয়গুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি

তারিখ : ১০:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন
কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ৩২টি এবং ধর্ষণের মামলার সংখ্যা ৮টি। মাসটিতে বিভিন্ন অপরাধে মোট ৪৭৫টি মামলা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার। এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিবরণীতে জানানো হয়, জুলাই মাসে ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, চুরি, দ্রুত বিচার ও মাদকদ্রব্য আইনে মামলার সংখ্যা বেড়েছে। তবে ধর্ষণ, আহত, অস্ত্র উদ্ধার ও চোরাচালান সংক্রান্ত মামলার সংখ্যা কিছুটা কমেছে।

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন ৭ জন। এ মাসে জেলায় ২১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫৯টি মামলা করেছে। এসব মামলায় মোট ২৪ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় হয়। এছাড়া ২৮৪ জনকে অর্থদণ্ড, ৫ জনকে কারাদণ্ড এবং ৭০ জনকে উভয় দণ্ডসহ মোট ৩৫৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সভায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, শহরের জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়ক সংস্কার, পরিবেশ দূষণ রোধ এবং পলিথিন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়।

জেলা পুলিশ সুপারের প্রতিনিধি কদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং যানজট নিরসনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিরুল কায়সার সভায় আলোচিত বিষয়গুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।