০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি

  • তারিখ : ১০:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 450

নেকবর হোসেন
কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ৩২টি এবং ধর্ষণের মামলার সংখ্যা ৮টি। মাসটিতে বিভিন্ন অপরাধে মোট ৪৭৫টি মামলা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার। এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিবরণীতে জানানো হয়, জুলাই মাসে ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, চুরি, দ্রুত বিচার ও মাদকদ্রব্য আইনে মামলার সংখ্যা বেড়েছে। তবে ধর্ষণ, আহত, অস্ত্র উদ্ধার ও চোরাচালান সংক্রান্ত মামলার সংখ্যা কিছুটা কমেছে।

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন ৭ জন। এ মাসে জেলায় ২১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫৯টি মামলা করেছে। এসব মামলায় মোট ২৪ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় হয়। এছাড়া ২৮৪ জনকে অর্থদণ্ড, ৫ জনকে কারাদণ্ড এবং ৭০ জনকে উভয় দণ্ডসহ মোট ৩৫৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সভায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, শহরের জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়ক সংস্কার, পরিবেশ দূষণ রোধ এবং পলিথিন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়।

জেলা পুলিশ সুপারের প্রতিনিধি কদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং যানজট নিরসনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিরুল কায়সার সভায় আলোচিত বিষয়গুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

error: Content is protected !!

কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি

তারিখ : ১০:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন
কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ৩২টি এবং ধর্ষণের মামলার সংখ্যা ৮টি। মাসটিতে বিভিন্ন অপরাধে মোট ৪৭৫টি মামলা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার। এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিবরণীতে জানানো হয়, জুলাই মাসে ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, চুরি, দ্রুত বিচার ও মাদকদ্রব্য আইনে মামলার সংখ্যা বেড়েছে। তবে ধর্ষণ, আহত, অস্ত্র উদ্ধার ও চোরাচালান সংক্রান্ত মামলার সংখ্যা কিছুটা কমেছে।

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন ৭ জন। এ মাসে জেলায় ২১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫৯টি মামলা করেছে। এসব মামলায় মোট ২৪ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় হয়। এছাড়া ২৮৪ জনকে অর্থদণ্ড, ৫ জনকে কারাদণ্ড এবং ৭০ জনকে উভয় দণ্ডসহ মোট ৩৫৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সভায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, শহরের জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়ক সংস্কার, পরিবেশ দূষণ রোধ এবং পলিথিন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়।

জেলা পুলিশ সুপারের প্রতিনিধি কদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং যানজট নিরসনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিরুল কায়সার সভায় আলোচিত বিষয়গুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।