০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার তরুণ প্রজন্মের ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কীটনাশক দোকানে জরিমানা কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪ কুমিল্লা নগরীর বিসিকে যুবককে পিটিয়ে হত্যা ব্রাহ্মণপাড়ায় ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ট্রাক চালককে জরিমানা ব্রাহ্মণপাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ মনোহরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে দানিক সমবায় সমিতেতে জমা অর্থ ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন বুড়িচংয়ে বর্ণাঢ্য আয়োজেনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪

  • তারিখ : ১১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 246

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দেবীদ্বারে মালবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম আব্দুল ওয়াহেদ সরকার (৭০)। তিনি দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে অটোরিকশার চালক আবুল কাসেম (৫৫) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য আহতরা হলেন— নাঈম (২৬), তাহসিন (১৮) এবং এক অজ্ঞাতপরিচয় (৪০) বছর বয়সী নারী। আহতদের মধ্যে তিনজনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী তাহসিন জানান, “আমরা কংশনগর থেকে দেবীদ্বারের দিকে আসছিলাম। চরবাকর এলাকায় একটি কুকুর হঠাৎ রাস্তা পার হচ্ছিল। চালক কুকুরটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক আমাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে আমরা সবাই আহত হই।”

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওয়াহেদ সরকারকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত চালককে কুমেক হাসপাতালে পাঠানো হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম বলেন, “দুর্ঘটনায় আহত পাঁচজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। আমরা পরিবারের সঙ্গে কথা বলছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৪

তারিখ : ১১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দেবীদ্বারে মালবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম আব্দুল ওয়াহেদ সরকার (৭০)। তিনি দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে অটোরিকশার চালক আবুল কাসেম (৫৫) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য আহতরা হলেন— নাঈম (২৬), তাহসিন (১৮) এবং এক অজ্ঞাতপরিচয় (৪০) বছর বয়সী নারী। আহতদের মধ্যে তিনজনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী তাহসিন জানান, “আমরা কংশনগর থেকে দেবীদ্বারের দিকে আসছিলাম। চরবাকর এলাকায় একটি কুকুর হঠাৎ রাস্তা পার হচ্ছিল। চালক কুকুরটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক আমাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে আমরা সবাই আহত হই।”

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওয়াহেদ সরকারকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত চালককে কুমেক হাসপাতালে পাঠানো হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম বলেন, “দুর্ঘটনায় আহত পাঁচজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। আমরা পরিবারের সঙ্গে কথা বলছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”