স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। রোববার (৪ মে) সকাল ৮টার দিকে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন জানান, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা। পরে দ্রুত লাকসাম রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটারে পৌঁছালে এক কিশোর ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স আনুমানিক ১৪ বছর হবে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।
আরো দেখুন:You cannot copy content of this page