কুমিল্লায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি॥
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে মো. রিফাত (১৭) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিফাত পাশাকোট গ্রামের পশ্চিম পাড়ার মৃত মো. বাবুল মিয়ার ছেলে। সে পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার একজন শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে রিফাত তার চার বন্ধুর সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা সবাই নদীর পাড়ে থাকা একটি গাছে উঠে একে একে পানিতে ঝাঁপ দেয়। চারজন উঠে এলেও রিফাত আর ভেসে ওঠেনি। ধারণা করা হচ্ছে, সে নদীর পানিতে থাকা কচুরিপানার নিচে আটকে যায়।

রিফাতকে খুঁজে না পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। পরিবারের সদস্যরাও নদীর ধারে এসে পড়েন। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে নদী থেকে রিফাতের নিথর দেহ উদ্ধার করে।

কিশোর রিফাতের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page