আলমগীর হোসেন।।
শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী (৩১ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে শুরু হওয়া জাতীয় পিঠা উৎসব টি (০২ ফেব্রুয়ারি) শুক্রবার শেষ হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা প্রশাসন কুমিল্লার সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপি জাতীয় পিঠা উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি সামিয়া সারমিন হক।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মানবসম্পদ সালমা ফেরদৌস, ডেপুটি কালেক্টর কানিজ ফাতেমা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ এর সাধারণ সম্পাদক রুমানা রুমিসহ আরো অনেকে।
এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ।
মেলায় ৩২ টি স্টল অংশগ্রহণকারীর মধ্যে শ্রেষ্ঠ তিন প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ পিঠাশিল্পী পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান লাভ করেন মোসা: শিপু আকতার আলো প্রতিষ্ঠান, দ্বিতীয় স্থান লাভ করেন হুরে জান্নাত আলো- বাংলা সংস্কৃতি বলয়, তৃতীয় স্থান লাভ করেন মারিয়া সুলতানা দ্যা কালেকটিভ ওয়ান।
বিচারক মন্ডলী হিসেবে ছিলেন সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, ডেপুটি কালেক্টর কানিজ ফাতেমা, সংগীতশিল্পী নাজনীন কাজল।
এছাড়াও প্রতিদিনের মতো সমাপনী দিনেও ছিলো বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরো দেখুন:You cannot copy content of this page