০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুমিল্লায় দ্বিতীয় সেরা রেমিট্যান্স যোদ্ধা নির্বাচিত হলেন প্রবাসী শিল্পপতি ইসহাক

  • তারিখ : ০৯:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 781

নিজস্ব প্রতিবেদক।।

প্রবাস থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেলেন কুমিল্লার চান্দিনার গর্ব, মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি মোঃ ইকবাল হোসেন ইসহাক। অগ্রণী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করে কুমিল্লা জেলার দ্বিতীয় রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা অর্জন করেন তিনি।

শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উপলক্ষে এই গুণী প্রবাসীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। একইসাথে আরো তিনজন রেমিট্যান্স যোদ্ধাকেও সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, শিল্পপতি ইসহাক কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের সন্তান। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করছেন তিনি। বর্তমানে তাঁর ছয়টি প্রতিষ্ঠানে প্রায় ৪,৫০০ শ্রমিক কর্মরত। তিনি নিজে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি তাঁর শ্রমিকদেরও বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইসহাক বলেন, “আমি বরাবরই চেষ্টা করেছি দেশের জন্য কিছু করার। হুন্ডির পথ নয়, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোই দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়। এই সম্মাননা আমাকে অনুপ্রাণিত করেছে। চান্দিনাবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আলম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আলী হোসেন, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুজ্জামান, জরিপ অফিসার তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এই রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করে, যার মূল উদ্দেশ্য বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহিত করা এবং প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া।

error: Content is protected !!

কুমিল্লায় দ্বিতীয় সেরা রেমিট্যান্স যোদ্ধা নির্বাচিত হলেন প্রবাসী শিল্পপতি ইসহাক

তারিখ : ০৯:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

প্রবাস থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেলেন কুমিল্লার চান্দিনার গর্ব, মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি মোঃ ইকবাল হোসেন ইসহাক। অগ্রণী ব্যাংক পিএলসি চান্দিনা শাখার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করে কুমিল্লা জেলার দ্বিতীয় রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা অর্জন করেন তিনি।

শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উপলক্ষে এই গুণী প্রবাসীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। একইসাথে আরো তিনজন রেমিট্যান্স যোদ্ধাকেও সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, শিল্পপতি ইসহাক কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের সন্তান। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করছেন তিনি। বর্তমানে তাঁর ছয়টি প্রতিষ্ঠানে প্রায় ৪,৫০০ শ্রমিক কর্মরত। তিনি নিজে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি তাঁর শ্রমিকদেরও বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইসহাক বলেন, “আমি বরাবরই চেষ্টা করেছি দেশের জন্য কিছু করার। হুন্ডির পথ নয়, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোই দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়। এই সম্মাননা আমাকে অনুপ্রাণিত করেছে। চান্দিনাবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম তৌফিকুল আলম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আলী হোসেন, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কামরুজ্জামান, জরিপ অফিসার তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এই রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করে, যার মূল উদ্দেশ্য বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহিত করা এবং প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া।