০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ

  • তারিখ : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 764

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের প্রবাসী আবুল হোসেন (৪৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কালন মিয়ার ছেলে।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে কুমিল্লা অংশে ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।

প্রসঙ্গত, এর আগে ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোডের পুরোনো ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর প্রশাসন ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহের মধ্যেই নতুন ইউটার্নেও প্রাণহানির ঘটনা ঘটল। এতে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “দুর্ঘটনা রোধে নূরজাহানের সামনের ইউটার্ন বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ সেখানে লরির ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আমরা ও উপজেলা প্রশাসন তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করাই।”

স্থানীয়দের দাবি, পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সদর দক্ষিণ পর্যন্ত পুরো এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। নইলে নতুন ইউটার্নও রূপ নেবে আরেকটি মরণফাঁদে।

error: Content is protected !!

কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ

তারিখ : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের প্রবাসী আবুল হোসেন (৪৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কালন মিয়ার ছেলে।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে কুমিল্লা অংশে ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।

প্রসঙ্গত, এর আগে ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোডের পুরোনো ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর প্রশাসন ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহের মধ্যেই নতুন ইউটার্নেও প্রাণহানির ঘটনা ঘটল। এতে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “দুর্ঘটনা রোধে নূরজাহানের সামনের ইউটার্ন বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ সেখানে লরির ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আমরা ও উপজেলা প্রশাসন তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করাই।”

স্থানীয়দের দাবি, পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সদর দক্ষিণ পর্যন্ত পুরো এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। নইলে নতুন ইউটার্নও রূপ নেবে আরেকটি মরণফাঁদে।