০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ

  • তারিখ : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 760

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের প্রবাসী আবুল হোসেন (৪৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কালন মিয়ার ছেলে।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে কুমিল্লা অংশে ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।

প্রসঙ্গত, এর আগে ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোডের পুরোনো ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর প্রশাসন ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহের মধ্যেই নতুন ইউটার্নেও প্রাণহানির ঘটনা ঘটল। এতে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “দুর্ঘটনা রোধে নূরজাহানের সামনের ইউটার্ন বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ সেখানে লরির ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আমরা ও উপজেলা প্রশাসন তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করাই।”

স্থানীয়দের দাবি, পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সদর দক্ষিণ পর্যন্ত পুরো এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। নইলে নতুন ইউটার্নও রূপ নেবে আরেকটি মরণফাঁদে।

error: Content is protected !!

কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ

তারিখ : ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের প্রবাসী আবুল হোসেন (৪৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কালন মিয়ার ছেলে।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে কুমিল্লা অংশে ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও পথচারী।

প্রসঙ্গত, এর আগে ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোডের পুরোনো ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর প্রশাসন ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের নতুন ইউটার্ন চালুর নির্দেশ দেয়। কিন্তু এক সপ্তাহের মধ্যেই নতুন ইউটার্নেও প্রাণহানির ঘটনা ঘটল। এতে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “দুর্ঘটনা রোধে নূরজাহানের সামনের ইউটার্ন বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ সেখানে লরির ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আমরা ও উপজেলা প্রশাসন তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করাই।”

স্থানীয়দের দাবি, পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সদর দক্ষিণ পর্যন্ত পুরো এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। নইলে নতুন ইউটার্নও রূপ নেবে আরেকটি মরণফাঁদে।