০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার

কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১

  • তারিখ : ০৮:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 748

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে নৌপুলিশের একটি বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার পাড়ারবন্দ ব্রিজের দক্ষিণ পাশে নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন স্থানীয় আরিফুল ইসলাম। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌপুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাড়ারবন্দ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে আরিফুলের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি ধারালো রামদা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে চক্রের সঙ্গে জড়িত আরও সাত-আটজন পুলিশি অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মেঘনা নৌ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। যেই নৌপথে চাঁদাবাজি করবে তাকে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় নৌযান মালিক ও যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঠালিয়া নদীপথে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের নৌকা ও মালবাহী ইঞ্জিনচালিত নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌপুলিশ।

error: Content is protected !!

কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১

তারিখ : ০৮:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে নৌপুলিশের একটি বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার পাড়ারবন্দ ব্রিজের দক্ষিণ পাশে নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন স্থানীয় আরিফুল ইসলাম। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌপুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাড়ারবন্দ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

অভিযান চলাকালে আরিফুলের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি ধারালো রামদা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে চক্রের সঙ্গে জড়িত আরও সাত-আটজন পুলিশি অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মেঘনা নৌ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। যেই নৌপথে চাঁদাবাজি করবে তাকে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় নৌযান মালিক ও যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঠালিয়া নদীপথে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের নৌকা ও মালবাহী ইঞ্জিনচালিত নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌপুলিশ।