দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের তিন দিন পর গোমতী নদী থেকে শাওন মিয়া (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে চরমাহমুদ্দি গ্রামের নীলকুঠি কমপ্লেক্স এলাকার নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু শাওন কুমিল্লার হোমনা উপজেলার বাবরকান্দি গ্রামের রিকশাচালক ফরিদ মিয়ার ছেলে। কাজের সুবাদে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার বাগান এলাকায় সপরিবারে থাকতেন জানিয়ে ফরিদ বলেন, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে শাওন বসতঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পেয়ে গতকাল দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
প্রত্যক্ষদর্শী চটপটি বিক্রেতা আলী আজগর জানান, গোমতী নদী থেকে পানি আনতে গেলে গোমতী নদীতে শিশুটির ভাসমান লাশ দেখতে পান। বিষয়টি জানানো হলে শিশুটির বাবা-মা সেখানে গিয়ে লাশটি শাওনের বলে শনাক্ত করেন।
শাওনের মা খাদিজা বিলাপ করতে করতে বলেন, শাওনের আবদার অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি তাঁর ষষ্ঠতম জন্মদিনে বেশ আয়োজন করার পরিকল্পনা ছিল। এ দিন স্কুলেও ভর্তি করারও কথা ছিল। কিন্তু এর আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
এ ঘটনায় প্রাথমিকভাবের একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার (গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ) পরিদর্শক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শাওন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।
আরো দেখুন:You cannot copy content of this page