কুমিল্লায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের তিন দিন পর ভাঙারি ব্যবসায়ী মো. সানাউল্লাহর (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার পুলিশ গতকাল বুধবার ইফতারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের তালতলী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে বলেন, সানাউল্লাহ ব্যবসার কাজে ১৬ মার্চ রোববার সকাল ৯টার দিকে ঘর থেকে বের হন। রাতে বাসায় ফেরেননি। রাত ১০টার পর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু মুঠোফোনটি বন্ধ পান তাঁরা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও ব্যবসায়ীর সন্ধান পাননি। গতকাল তালতলীর পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গিয়ে কয়েকজন দিনমজুর ঝোপে লাশটি দেখতে পান।

বিষয়টি তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীর লাশটি উদ্ধার করেন।

আজ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী সানাউল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে ব্যবসায়ী মো. সানাউল্লাহকে হত্যা করেছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর থানায় মামলা করবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page