সোনিয়া আফরিন।।
কুমিল্লায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় হোমনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনাকে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, আজ ১৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখার সময় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ মেরির পক্ষে ভোট চাইলে “জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০০৮” অনুসারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ ‘হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান।
আচরণ বিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার দায়ে অর্থ দন্ডের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান।
তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সরকারের নির্দেশনা ও বিধি অনুযায়ী আইন প্রয়োগে প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। এর আগেও দু’জনকে ১৫হাজার টাকা করে ৩০হাজার টাকা অর্থ দন্ড প্রধান করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page