আলমগীর কবির।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর (বুধবার) বিকালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ৭ নং হল রুমে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোসতাক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট জনাব সাউদ হাসান।
সভায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, বিষেশ আলোচক ছিলেন মুফতী মাওলানা মোঃ এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এডভোকেট জাকির হোসেন ও আছিয়া মাহজাবিন খান নিসু।