স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে কুপিয়ে ও পিটিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের অদূরে গৌরীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম আল-মামুন। তিনি কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আল-মামুনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
পুলিশ জানায়, শুক্রবার(২৫ জুলাই) মামুন সম্রাটসহ আরও ৩ নারী কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড(মোড়ে) বাসটি থামার পর পানি কিনতে গাড়ি থেকে নিচে নামার পর পূর্বে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মাদককারবারী ও ২৩ মামলার আসামী মামুন সম্রাটকে মাথায় ও গলায় এলোপাতারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়৷ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, মামুন সম্রাটকে কি কারনে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷তার মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে৷ তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ আশাকরি খুব দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারব আমরা৷
ওসি আরো জানান, নিহত মাদককারবারী মামুন সম্রাটের বিরুদ্ধে পূর্বেও হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়া সে গৌরীপুর বাজারে প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করে এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করেন বলে জানান তিনি৷
এদিকে স্থানীয়রা জানান, মামুন সম্রাট গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ কিশোর গ্যাং পরিচালনা করতেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
উল্লেখ্য,এর আগে গত ১৩ মে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মামুন সম্রাটকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশ৷এ সময় মামুন সম্রাটের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলে পরে সে জামিনে বের হয়ে আসে৷
আরো দেখুন:You cannot copy content of this page