কুমিল্লায় পুলিশ দেখে যুবকের দৌড়; আটক পর পকেটে মিলল ইয়াবা

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় মো.মনির হোসেন (৩৫) নামের এক যুবককে ২শ পিস ইয়াবাসহ আটক করে যুবক।

শনিবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

এর আগে, ভোররাতে চান্দিনার ছয়ঘড়িয়া নামক স্থানে তাকে আটক করা হয়।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘড়িয়া নামক স্থানে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়।

এ সময় মো. মনির হোসেন পুলিশ দেখে দৌড় দেয়। সন্দেহ হলে পুলিশ তার পিছু নিয়ে তাকে আটক করে।

পরে তল্লাশি করে মনিরের প্যান্টের ডান পকেটে নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাক থেকে ২শ পিস ইয়াবা জব্দ করে।

মনিরের বিরুদ্ধে চান্দিনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

তিনি আরও জানান, হাইওয়েতে যাত্রী ও চালকের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনের পাশাপাশি কুমিল্লা হাইওয়ে পুলিশ মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বদ্ধ পরিকর।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page