কুমিল্লায় ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল হক, উপদেষ্টা সৈয়দ আলী মাস্টার, সমর্থক আলী আশরাফ, শেখ সাফিনসহ অন্তত ১০ জন। এদের মধ্যে সৈয়দ আলী মাস্টারকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থকরা সন্ধ্যা থেকেই পথে পথে অবস্থান নেয়। রাত পৌনে ১টার দিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার জেলা ও উপজেলার নবগঠিত কমিটির একাংশের নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারের দিকে রওনা দেন। তারা কলেজ রোডে আসার পর বাগতিণ্ডায় জড়িয়ে পড়েন ফখরুলের সমর্থকরা।

একপর্যায়ে প্রতিরোধ ভেঙে রোশন আলী মাস্টার ও তার সমর্থকরা শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পেছন থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

রোশন আলী মাস্টারের সমর্থকদের হাত থেকে পুষ্পস্তবকটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এসময় বিভিন্ন ভবনের ছাদ থেকে ইটপাটকেলের নিক্ষেপে অন্তত ১০-১২ জন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সাংবাদিকদের বলেন, হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীর মাথা ফেটে গেছে। কারও পা ভেঙে গেছে। প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার চাই।

এমপি গ্রুপের প্রভাষক সাইফুল ইসলাম শামিম বলেন, হামলার ঘটনা সত্য নয়। উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা শহীদ মিনারে যেতে বাধা দেওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page