কুমিল্লায় ফেন্সিডিলসহ যুবলীগ নেতা ও তার সঙ্গী গ্রেফতার; প্রাইভেটকার জব্দ

নিউজ ডেস্ক।।
প্রাইভাটকারে করে ফেন্সিডিল পাচারের সময় একযুবলীগ নেতা ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ২০ মার্চ বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতীনদীর বেড়িবাদের জালুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবলীগ নেতার নাম ইমতিয়াজ হাবিব সিনহা। তিনি জেলা দক্ষিনের যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তার সঙ্গী একই এলাকার মাজেদুল হক।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, সোমবার বিকেলে ছত্রখীল পুলিশ ফাঁড়ির একটি টহল টিম জালুয়াপাড়া এলাকায় অভিযান কালে একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশী চালানো হয়।

এসময় গাড়ির ভেতর কৌশলে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা একশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গাড়িসহ ফেন্সিডিল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page