স্টাফ রিপোর্টার।।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর কুমিল্লা জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ছেলেদের ফাইনালে আদর্শ সদর উপজেলার সাথে ৩/০ গোলে জয় পায় কুমিল্লা সিটি কর্পোরেশন ও মেয়েদের খেলায় বুড়িচং উপজেলার সাথে ৫/০ গোলে জয় পায় কুমিল্লা সিটি কর্পোরেশন।
রবিবার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল খেলার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।
সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মু: মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রির্বাহী কর্মকর্তা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কুমিল্লা জেলার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, যুগ্ম সম্পাদক মোঃ শফিরুল ইসলাম খন্দকার বাদল এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির।
আরো দেখুন:You cannot copy content of this page