কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলনের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
শনিবার রাতে কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে মূল্যায়ন সভায় সম্মেলনে অংশগ্রহণকারী কুমিল্লা সংসদের প্রতিনিধিসহ সাংস্কৃতিক ব্যাক্তবর্গ অংশ নেয়।

সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বাংলা বলয়ের নবগঠিত বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহাতাব সুমন।

এসময় বিশ্ব কমিটির নির্বাহী সদস্য শাহ মুজিবুল হক, দেলোয়ার হোসেন জাকির, দেলোয়ার হোসাইন আকাইদ, সৈয়দ ফয়সাল আহমেদ অনন্ত, কোষাধক্ষ মো: আল আমিন।

বাংলা সংস্কৃতি বলয়ের নবগঠিত বিশ্ব কমিটির সচিব- চিত্রকলা ও ভাস্কর্য এবং কুমিল্লা সংসদ এর আহবায়ক রুবেল কুদ্দুস এর সভাপতিত্বে মূল্যায়ন সভায় স্বাগত বক্তব্য দেন বলয়ের বিশ্ব কমিটির সহকারী মহাসচিব এস এ এম আল মামুন।
সভায় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কবি বিজন দাস, লেখক শাহীন শাহ,কবি হালিম আব্দুল্লাহ, কবি রোখসানা ইয়াসমিন মনি,ডা: সুবর্না মজুমদার,সাহিদা আক্তার পপি,সানজিদা রোমানা,চৌধুরী মারিয়াম হাশমী,প্রিয়াংকা ভৌমিক,ইমু শারমিন,নীহারিকা দাস,সুমিত্রা সাহা,অনামিকা চক্রবর্তী,সুষমা সেন,ওয়াদিয়া হোসেন,সুমনা সুমন,খায়রুল বাশার বাঁধন,বাউল রাসেল দেওয়ান,কমল চন্দ্র দাস সহ আরো অনেকে।

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর পক্ষে অনূভুতি ব্যাক্ত করেন মাশুক মেহেদী।

মূল্যায়ন সভায় প্রথম বিশ্ব সম্মেলনে সহোযোগী ভূমিকা রাখায় কুমিল্লা জেলা শিল্পকলা কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ এর হাতে সম্মেলন স্মারক তুলে দেওয়া হয়। প্রথম বিশ্ব সম্মেলন এ ভ্যানু ব্যাবস্থাপনা সহ সার্বিক শৃঙ্খলা রক্ষায় সহযোগী ভূমিকা রাখার জন্য বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর সেচ্ছাসেবকদের বাংলা সংস্কৃতি বলয় এর সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও বাংলা সংস্কৃতি বলয় এর কুমিল্লা সংসদ গঠন, কর্মপরিকল্পনা এবং আগামী অগাস্ট এ কলকাতায় অনুষ্ঠিতব্য বিশ্ব কমিটির প্রথম সভার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page