কুমিল্লায় বিএনপি পুলিশ সংঘর্ষ; ৩ পুলিশসহ আহত ২৩; আটক ১০

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় যুবদলের মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় যুবদল কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ২৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে কান্দিরপাড়ে অবস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে বার বার জেল গেট থেকে আটক করার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শুক্রবার বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। মিছিলটি নগরের রামঘাট এলাকা থেকে বের হয়ে কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ এবং নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল হোসেন পাভেল বলেন, ‘আমরা সব সময় শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল করি। আজকের মিছিলটিও ছিল শান্তিপূর্ণ। আমরা মিছিল শেষ করে ফেরার সময় বহিরাগত কিছু যুবক পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়ে। আজ পুলিশের আচরণও ছিল আক্রমণাত্মক। পুলিশ এ সময় ১০ জনকে আটক করে। আমরা আটকদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারিনি।’

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘কোনও কারণ ছাড়াই আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় ১০ জনকে আটক করা হয়েছে। এখনই তাদের নাম বলা যাচ্ছে না।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page