কুমিল্লায় বিএমএ’এর চিকিৎসা শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও গুণী চিকিৎসক সন্মাননা প্রদান

আলমগীর হোসেন।।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানের প্রথম পর্বে শিল্পকলা একাডেমীতে স্থূলতা একটি নিরব ঘাতক,প্রতিরোধ ও চিকিৎসা শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।সাবেক এমপি ও বিএম এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গুণী চিকিৎসক সম্মাননা অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএম এর মহাসচিব ডঃ মো: ইহতেশামুল হক চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বারডেমের পরিচালক অধ্যাপক ডা: মো: ফারুক পাঠান, আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা: অজিত কুমার পাল. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা: মারুফা মোস্তারী বিএমএ কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কাজী আব্দুল মান্নান, মডারেটর হিসেবে বক্তব্য রাখেন বিএম এ কুমিল্লার বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোঃ ইজাজুল হক।

দ্বিতীয় পর্বের গুণী চিকিৎসক সম্মাননা অনুষ্ঠানে বিএম এর সভাপতি ডা: আবদুল বাকী আনিসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা: মোঃ আতাউর রহমান জসিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসি সদস্য বিএমএ কুমিল্লা ও সাধারণ সম্পাদক স্বাচিব ডা: মোরশেদুল আলম।

স্কয়ার এর পক্ষে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মুজিবুর রহমান, ডিএসএম নূরুল আফছার, আরএসএম, টিএম সহ ৮ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৭ জন গুণী চিকিৎসককে সম্মাননা দিয়েছে কুমিল্লা জেলা বিএমএ।

গুণী চিকিৎসক সম্মাননা প্রাপ্তরা হলেন : বীর মুক্তিযোদ্ধা ও বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী, ভাষা সৈনিক ডা: ছৈয়দ জুলফিকার হায়দার, ব্রেস্ট ক্যান্সার এওয়ারনেস সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: এ বি এম খোরশেদ আলম, মুক্তিযুদ্ধের সংগঠক ও কুমিল্লা বিএমএ’র সভাপতি ডা: সুলতান আহমেদ (মরণোত্তর), একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও সমাজসেবক ডা: যোবায়দা হান্নান (মরণোত্তর), কোভিড হিরো ডা: মো: মজিবর রহমান (মরণোত্তর) ও কোভিড হিরো ডা: আইরিন পারভীন (মরণোত্তর)

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page