০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ২ জন গ্রেপ্তার

  • তারিখ : ১০:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 6

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে শহিদ উল্লাহ সরু (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শহিদের বাড়ি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে। তিনি ওই গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।

গ্রেপ্তাররা হলেন একই বাড়ির মো. তাজুল ইসলাম এবং তার ছেলে মো. শহিদুল ইসলাম।

লাকসাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহিদ বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটছিলেন। এ সময় জমিতে মাটি কাটায় সরুকে বাধা দেন তাজুল ও শহিদুল।

এ নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে শহিদকে বেধড়ক মারধর করেন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান শহিদ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, এই ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ২ জন গ্রেপ্তার

তারিখ : ১০:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে শহিদ উল্লাহ সরু (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৭ অক্টোবর) কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শহিদের বাড়ি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে। তিনি ওই গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।

গ্রেপ্তাররা হলেন একই বাড়ির মো. তাজুল ইসলাম এবং তার ছেলে মো. শহিদুল ইসলাম।

লাকসাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহিদ বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটছিলেন। এ সময় জমিতে মাটি কাটায় সরুকে বাধা দেন তাজুল ও শহিদুল।

এ নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে শহিদকে বেধড়ক মারধর করেন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান শহিদ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি জানান, এই ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।