০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লায় মসজিদে ঢুকে দুই তরুণকে কুপিয়ে আহত

  • তারিখ : ০৯:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • 23

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিরোধের জের ধরে মসজিদের ভেতর ঢুকে দুই তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ব্রাহ্মণপাড়া থানার ওসি মাহমুদুল হাসান।

ছুরিকাঘাতে আহতরা হলেন- গ্রামের মৃত আবু হাফিনের ছেলে মো. আব্দুল্লাহ আল রাজী এবং তার চাচাত ভাই গোলাম মোস্তফার ছেলে মাহাথির মৃধা ওরফে জামিল। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত আব্দুল্লাহ আল রাজীর ভাই আল বাকি সাংবাদিকদের বলেন, “রোববার বিকালেও পূর্ববিরোধের জের ধরে আমার দুই ভাইকে মসজিদের সামনে কথা-কাটাকাটিতে জড়িয়ে মারধর করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে তারা বাড়িতেও ভাঙচুর চালায়। পরে আমরা বিষয়টি এলাকার বিশিষ্টজনদেরকে জানাই।

“আল রাজী ও মাহাথির সোমবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করতে বাড়ির সামনে মসজিদে যায়। এ সময় মসজিদের ভেতরেই রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় আব্দুল মজিদের ছেলে বাচ্চু মিয়া, জামাল মিয়া, বাচ্চুর ছেলে সাখাওয়াত হোসেনসহ কয়েকজন।

“হামলাকারীরা আল রাজীর পিঠে এবং মাহাথিরের পায়ে ছুরিকাঘাত করে। যাওয়ার সময় হুমকি দেয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার।“

আল বাকি আরও বলেন, “মসজিদ পরিচালনার বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।”

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে সন্দেহভাজনদের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় আহতদের একজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে পুলিশ পাঠানো হচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লায় মসজিদে ঢুকে দুই তরুণকে কুপিয়ে আহত

তারিখ : ০৯:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিরোধের জের ধরে মসজিদের ভেতর ঢুকে দুই তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ব্রাহ্মণপাড়া থানার ওসি মাহমুদুল হাসান।

ছুরিকাঘাতে আহতরা হলেন- গ্রামের মৃত আবু হাফিনের ছেলে মো. আব্দুল্লাহ আল রাজী এবং তার চাচাত ভাই গোলাম মোস্তফার ছেলে মাহাথির মৃধা ওরফে জামিল। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত আব্দুল্লাহ আল রাজীর ভাই আল বাকি সাংবাদিকদের বলেন, “রোববার বিকালেও পূর্ববিরোধের জের ধরে আমার দুই ভাইকে মসজিদের সামনে কথা-কাটাকাটিতে জড়িয়ে মারধর করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে তারা বাড়িতেও ভাঙচুর চালায়। পরে আমরা বিষয়টি এলাকার বিশিষ্টজনদেরকে জানাই।

“আল রাজী ও মাহাথির সোমবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করতে বাড়ির সামনে মসজিদে যায়। এ সময় মসজিদের ভেতরেই রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় আব্দুল মজিদের ছেলে বাচ্চু মিয়া, জামাল মিয়া, বাচ্চুর ছেলে সাখাওয়াত হোসেনসহ কয়েকজন।

“হামলাকারীরা আল রাজীর পিঠে এবং মাহাথিরের পায়ে ছুরিকাঘাত করে। যাওয়ার সময় হুমকি দেয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার।“

আল বাকি আরও বলেন, “মসজিদ পরিচালনার বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।”

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে সন্দেহভাজনদের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় আহতদের একজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে পুলিশ পাঠানো হচ্ছে।