১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় কুমিল্লায় একদিনে মাদ্রাসাছাত্রসহ ৩ জনের লাশ উদ্ধার বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা

কুমিল্লায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

  • তারিখ : ০৪:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • 74

নেকবর হোসেন।।
কুমিল্লার হোমনায় মো. বিল্লাল মিয়া (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের অভিযোগ, বিল্লালকে তাঁর মাদকসেবী সঙ্গীরা বাড়ি থেকে ডেকে নিয়ে করে হত্যা করেন।

আজ রোববার সকালে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা নাজিমের বাড়ির পাশ থেকে বিল্লাল মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি বড় ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে।

বিল্লালের বাবা জামান মিয়া জানান, তাঁর ছেলে গ্রামের মাদক কারবারি ও মাদকসেবী জসিম, বদু, নজরুল, ছানোয়ারসহ কয়েকজন খারাপ লোকের সঙ্গে চলাফেরা করত। তাঁদের সঙ্গে একদিন না গেলেই বিল্লালকে মারধর করা হতো। ছেলে অটোরিকশা চালাত। এরপর সে বাড়ির আলাদা ঘরে একা থাকত।

জামান মিয়া বলেন, শনিবার রাতে বিল্লাল বসতঘর থেকে রাতের খাবার খেয়ে আলাদা ঘরে থাকতে যায়। সেখান থেকে জসিম, নজরুল, বদু, ছানোয়ারসহ মাদকসেবীরা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর আজ সকালে লোকজন এসে জানায়, গ্রামের নাজিমের বাড়ির পাশে রাস্তার ধারে আমার ছেলের গলাকাটা লাশ পড়ে আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘বিল্লালের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্বজনেরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’ হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

error: Content is protected !!

কুমিল্লায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

তারিখ : ০৪:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার হোমনায় মো. বিল্লাল মিয়া (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের অভিযোগ, বিল্লালকে তাঁর মাদকসেবী সঙ্গীরা বাড়ি থেকে ডেকে নিয়ে করে হত্যা করেন।

আজ রোববার সকালে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের বাসিন্দা নাজিমের বাড়ির পাশ থেকে বিল্লাল মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি বড় ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে।

বিল্লালের বাবা জামান মিয়া জানান, তাঁর ছেলে গ্রামের মাদক কারবারি ও মাদকসেবী জসিম, বদু, নজরুল, ছানোয়ারসহ কয়েকজন খারাপ লোকের সঙ্গে চলাফেরা করত। তাঁদের সঙ্গে একদিন না গেলেই বিল্লালকে মারধর করা হতো। ছেলে অটোরিকশা চালাত। এরপর সে বাড়ির আলাদা ঘরে একা থাকত।

জামান মিয়া বলেন, শনিবার রাতে বিল্লাল বসতঘর থেকে রাতের খাবার খেয়ে আলাদা ঘরে থাকতে যায়। সেখান থেকে জসিম, নজরুল, বদু, ছানোয়ারসহ মাদকসেবীরা তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর আজ সকালে লোকজন এসে জানায়, গ্রামের নাজিমের বাড়ির পাশে রাস্তার ধারে আমার ছেলের গলাকাটা লাশ পড়ে আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘বিল্লালের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্বজনেরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’ হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।