জহিরুল হক বাবু।।
কুমিল্লার মেঘনায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত আপন তিন ভাইসহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে আসামিদের দেয়া তথ্যে বিপুল পরিমাণের মাদক, নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামে বগাবাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী।
হোমনা, মেঘনা ও বাঞ্ছারামপুরের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ওবায়দুল ও মেঘনা থানা ওসি আব্দুল জলিল সমন্বয়ে এ অভিযানে সেনাবাহিনীর ৪৫ ও পুলিশের ১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে।
এদিকে, যৌথবাহিনীর অন্য আরেকটি অভিযানে খাইরুল ইসলাম নামে মাদক, ধর্ষণ ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে যৌথবাহিনী।
খাইরুল জিয়ারকান্দি এলাকার মোঃ হারুনের ছেলে। গ্রেপ্তারের পর তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page