১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুমিল্লায় রাতের আধারে কৃষকের ১৫ শতক জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা

  • তারিখ : ০৮:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 984

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের কৃষক খোকন মিয়ার প্রায় ৫ কানি মধ্যে (স্থানীয় পরিমাপে প্রায় ১৫ শতাংশ) জমির শতাধিক লাউ ও অন্যান্য সবজিগাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার(৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খোকন মিয়া বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷

কৃষক খোকন মিয়া জানান, তিনি কয়েক বছর ধরে লাউসহ মৌসুমি সবজি চাষ করে আসছেন। এই সবজি বিক্রির অর্থেই তার পরিবারের আর্থিক সচ্ছলতা এসেছে। শুধু তাই নয়, তার জমিতে উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদার একটি বড় অংশ পূরণ করত। কিন্তু রাতারাতি জমির শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

ভোরে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রাও এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

খোকন মিয়া আরও জানান, তার এই প্রকল্পে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। মৌসুম শেষে লাউসহ অন্যান্য সবজি বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আয় হওয়ার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তরা শতাধিক লাউগাছ কেটে ফেলায় বর্তমানে তার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কৃষক যেন ন্যায়বিচার পান সেদিকে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।”

error: Content is protected !!

কুমিল্লায় রাতের আধারে কৃষকের ১৫ শতক জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা

তারিখ : ০৮:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের কৃষক খোকন মিয়ার প্রায় ৫ কানি মধ্যে (স্থানীয় পরিমাপে প্রায় ১৫ শতাংশ) জমির শতাধিক লাউ ও অন্যান্য সবজিগাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার(৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খোকন মিয়া বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷

কৃষক খোকন মিয়া জানান, তিনি কয়েক বছর ধরে লাউসহ মৌসুমি সবজি চাষ করে আসছেন। এই সবজি বিক্রির অর্থেই তার পরিবারের আর্থিক সচ্ছলতা এসেছে। শুধু তাই নয়, তার জমিতে উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদার একটি বড় অংশ পূরণ করত। কিন্তু রাতারাতি জমির শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

ভোরে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রাও এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

খোকন মিয়া আরও জানান, তার এই প্রকল্পে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। মৌসুম শেষে লাউসহ অন্যান্য সবজি বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আয় হওয়ার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তরা শতাধিক লাউগাছ কেটে ফেলায় বর্তমানে তার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কৃষক যেন ন্যায়বিচার পান সেদিকে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।”