০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় দোয়া ও ফিতা কেটে ‘ইউনিটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’-এর অফিস উদ্বোধন বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারের প্রেক্ষিতে কুমিল্লায় সেমিনার আলোচনাসভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে কুমিল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মুরাদনগরে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলঃ ১৩ নেতাকর্মী গ্রেফতার বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন; প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

কুমিল্লায় রাতে নিখোঁজ, সকালে ঘরের পেছনে থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • তারিখ : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • 61

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে ঘরের পেছন থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। (রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই নারীর লাশ পায় তার পরিবার। এর আগে রাতেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় পরিবার।

ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের আসরা মোল্লা বাড়িতে। লাশটি মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী পারুল আক্তারের (৪৭)।

পারুলের ছেলে ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পারিবারিকভাবে খুবই সুখে আছি। কোনও ঝগড়াঝাটি নেই। গত রাতে প্রতিদিনের মতো সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের এক কক্ষে আমার বাবা-মা, আরেকটিতে সন্তানদের নিয়ে আমি ও আমার স্ত্রী এবং আরেক কক্ষে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ে। মা রাতের কোন এক সময় উঠে বাইরে যায়। আড়াইটার দিকে উঠে দেখি, মা নেই। ভেবেছিলাম, বাথরুমে আছে। আমিও ঘুমিয়ে যাই। বাবাও ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরেও মাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর বেলা ১১টায় ঘরের পেছনে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখি। ঘরের পেছনের একটি গাছে দড়ি দিয়ে ঝুলানো ছিল মায়ের লাশ।

তিনি বলেন, আমার মায়ের লাশ দেখে বোঝার উপায় নেই উনি আত্মহত্যা করেছেন। ওনার চোখ, মুখ স্বাভাবিক। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আইনি ব্যবস্থা নেবো।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। তবে এখন একটি অপমৃত্যুর মামলা ডায়েরি করেছি।

error: Content is protected !!

কুমিল্লায় রাতে নিখোঁজ, সকালে ঘরের পেছনে থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

তারিখ : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে ঘরের পেছন থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। (রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই নারীর লাশ পায় তার পরিবার। এর আগে রাতেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় পরিবার।

ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের আসরা মোল্লা বাড়িতে। লাশটি মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী পারুল আক্তারের (৪৭)।

পারুলের ছেলে ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পারিবারিকভাবে খুবই সুখে আছি। কোনও ঝগড়াঝাটি নেই। গত রাতে প্রতিদিনের মতো সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের এক কক্ষে আমার বাবা-মা, আরেকটিতে সন্তানদের নিয়ে আমি ও আমার স্ত্রী এবং আরেক কক্ষে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ে। মা রাতের কোন এক সময় উঠে বাইরে যায়। আড়াইটার দিকে উঠে দেখি, মা নেই। ভেবেছিলাম, বাথরুমে আছে। আমিও ঘুমিয়ে যাই। বাবাও ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরেও মাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর বেলা ১১টায় ঘরের পেছনে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখি। ঘরের পেছনের একটি গাছে দড়ি দিয়ে ঝুলানো ছিল মায়ের লাশ।

তিনি বলেন, আমার মায়ের লাশ দেখে বোঝার উপায় নেই উনি আত্মহত্যা করেছেন। ওনার চোখ, মুখ স্বাভাবিক। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আইনি ব্যবস্থা নেবো।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। তবে এখন একটি অপমৃত্যুর মামলা ডায়েরি করেছি।