আলমগীর কবির।।
কুমিল্লায় রাসুল জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের।
জেলা আমীর মু. শাহজাহান এডভোকেটের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাছুম,ইবনে তাইমিয়া কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, অঞ্চল টীম সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকী।মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ড. আবুল কালাম আজাদ বাশার, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মু. আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন প্রমুখ ও কুমিল্লা উওর জেলার জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।
এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী কিয়ামতের কঠিন ময়দানের একমাত্র সুপারিশকারী। তার আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে। সেই হিসাবে আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে! আগামীর এই বাংলাদেশ হবে জামায়েত ইসলামীর বাংলাদেশ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page