০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

কুমিল্লায় রুটি নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যা

  • তারিখ : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • 94

বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বেজিমারা গ্রামে রুটি নিয়ে কথাকাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মো. আবদুল মান্নান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতন আক্তার নামে ওই গৃহবধূ। এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে রতন আক্তারকে মারধর করেন মো. আবদুল মান্নান।

স্থানীয়রা জানান, রতন আক্তারের তিন ছেলে-মেয়ে। একজন প্রবাসে থাকে। মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে বাড়িতে থাকে। গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী মান্নান স্ত্রীর শরীরে প্রচণ্ড আঘাত করেন। এতে রতন অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়া বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ও মারধর করা হয়েছে। মারধরের কারণে স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছে।

রতন আক্তারের ছোট ভাই মোহাম্মদ হাছান বলেন, আমার বোনকে প্রায় সময় মারধর করত মান্নান। সোমবার আমার বোনকে মেরে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে বোন জামাইকে ফোন করলে সে আমাকে বলে তুই কে? এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করি কিন্তু রিসিভ করেনি। আমার বোনকে হত্যা করা হয়েছে।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, আমরা লাশ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার (৮ জানুয়ারি) সকালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় রুটি নিয়ে কথা কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যা

তারিখ : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বেজিমারা গ্রামে রুটি নিয়ে কথাকাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মো. আবদুল মান্নান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতন আক্তার নামে ওই গৃহবধূ। এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে রতন আক্তারকে মারধর করেন মো. আবদুল মান্নান।

স্থানীয়রা জানান, রতন আক্তারের তিন ছেলে-মেয়ে। একজন প্রবাসে থাকে। মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে বাড়িতে থাকে। গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী মান্নান স্ত্রীর শরীরে প্রচণ্ড আঘাত করেন। এতে রতন অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়া বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ও মারধর করা হয়েছে। মারধরের কারণে স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছে।

রতন আক্তারের ছোট ভাই মোহাম্মদ হাছান বলেন, আমার বোনকে প্রায় সময় মারধর করত মান্নান। সোমবার আমার বোনকে মেরে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে বোন জামাইকে ফোন করলে সে আমাকে বলে তুই কে? এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করি কিন্তু রিসিভ করেনি। আমার বোনকে হত্যা করা হয়েছে।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, আমরা লাশ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার (৮ জানুয়ারি) সকালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।