কুমিল্লায় সদর দক্ষিনের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৯৬ জনের বিরুদ্ধে ছাত্র সমন্বয়কের মামলা

সটাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান, কুসিক সাবেক কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ২৯৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বাদি হয়ে মামলাটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ এমরান । তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে স্নাতক পাশ করা ছাত্র এবং ভোলা জেলার সদর থানার শাহামাদার গ্রামের শাহাজানের ছেলে।

মামলায় আসামি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুকে।

এছাড়াও সদর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ মোট ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলাটিতে। মামলায় আরও ১৫০-২০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয় গত ৪ আগস্ট পরস্পরের যোগসাজশে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমমতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন বেলতলীর মনিপুর ও চাঙ্গিনি দক্ষিণ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দাঙ্গা করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করাসহ ককটেল বিস্ফোরণ করে ত্রাশ সৃষ্টি করা হয়।

মামলার আসামীরা হলেন-
১. গোলাম সারওয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান (৫৫) গ্রাম: বড়ধর্মপুর, ইউনিয়ন: বারপাড়া, সদর দক্ষিণ, কুমিল্লা,
২. হাজী আবদুর রহিম (৫২) গ্রাম: বড় ধর্মপুর ইউনিয়ন: বারপাড়া, সদর দক্ষিণ, কুমিল্লা।
৩. অধ্যক্ষ আবু ইউসুফ (৫০), গ্রাম: হরিপুর, ইউনিয়ন: পৌরসভা, উপজেলা: নাঙ্গলকোট
৪. আব্দুল হাই বাবলু (৫৮), সাবেক উপজেলার চেয়ারম্যান, সদর দক্ষিণ, কুমিল্লা।
৫. মোঃ আবু বক্কর ছিদ্দিক (আবু) (৪৮), গ্রাম:অজ্ঞাত ইউনিয়ন অজ্ঞাত, সদর দক্ষিণ, কুমিল্লা।
৬. আবুল খায়ের (আবু) (৪৫), গ্রাম: চাঁন্দাইশ, ইউনিয়ন অজ্ঞাত, সদর দক্ষিণ, কুমিল্লা।
৭. তুহিন, (৩৫) সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ: পিতা: সিরাজ মিয়া,গ্রাম বড় ধমপুর, সদর দক্ষিণ।
৮. মাসুম হামিদ (৪০) গ্রাম: লামপুর, ইউনিয়ন জোড়কানন পূর্ব,
৯। মোস্তফা হোসেন বাচ্চু (৪৫), গ্রাম: কৃষ্ণপুর, ইউনিয়নঃ বিজয়পুর,
১০। হাসমত উল্লাহ হাসু (৩২), গ্রাম: দড়ি বটগ্রাম, ইউনিয়ন জোড়কানন পশ্চিম,

১১। মো. ইয়াছিন আহম্মদ (৩০), গ্রাম: যাত্রাপুর, ইউনিয়ন: বারপাড়া,
১২। আ: গফুর বিএসসি (৪২), গ্রাম: উত্তর গোপাল নগর, ইউনিয়ন চৌয়ারা,
১৩। গোলাম জিলানী, সাবেক চেয়ারম্যান (৫২), গ্রাম: রাজার খলা ইউনিয়ন বিজয়পুর
১৪। আবদুল করিম (৩৩), গ্রাম: কালিকাপুর, ইউনিয়ন জোড়কানন পূর্ব,
১৫। আবদুল করিম (৩৫) গ্রাম: ভাগলপুর, ইউনিয়ন জোড়কানন পশ্চিম,
১৬৷ হুমায়ুন কবির মুন্সি (৪০), গ্রাম লালমতি, ইউনিয়ন বিজয়পুর, সদর দক্ষিণ,
১৭৷ আবু তাহের মেম্বার (৪৮), গ্রাম: নলকুড়ি, ইউনিয়ন গলিয়ারা দক্ষিণ,
১৮৷ মতিউল ইসলাম সেতু (৩৬), গ্রাম: বিরাহিমপুর, ইউনিয়ন: পূর্ব জোড়কানন, সদর দক্ষিণ,
১৯৷ মো: আবদুল্লাহ আল-মামুন অপু (৪০), ইউনিয়ন পশ্চিম জোড়কানন, সভাপতি, সদর দক্ষিন উপজেলা ছাত্রলীগ।
২০৷ রুহুল আমিন চৌধুরী (৪৩), গ্রাম: আলামপুর, ইউনিয়ন: চৌয়ারা,

২১৷ প্রফেসর মুজিবুর রহমান (৫২), গ্রাম: সিন্দুয়া, ইউনিয়ন: চৌয়ারা,
২২৷ মোঃ আতিকুর রহমান (৩৯), গ্রাম: জয়পুর, ইউনিয়ন: গলিয়ারা উত্তর,
২৩৷ ডাঃ আমিনুল ইসলাম (৩৫), গ্রাম: ঢুলিপাড়া, ইউনিয়ন গলিয়ারা দক্ষিণ,
২৪৷ মোঃ বিল্লাল হোসেন (৩০), গ্রাম: উঃ গোপাল নগর, ইউনিয়ন: চৌয়ারা,
২৫৷ মোঃ লুৎফর রহমান লুতু (৩০), গ্রাম: আলেক দিয়া, ইউনিয়ন বারপাড়া,
২৬৷ মোঃ আব্দুল মান্নান (৩৪), গ্রাম: কমলপুর, ইউনিয়ন জোড়কানন পূর্ব,
২৭৷ মোঃ কামাল উদ্দীন মজু (৩৩), গ্রাম সাওরা তুলি, ইউনিয়ন গলিয়ারা দঃ,
২৮৷ মোঃ ইউসুফ আলী শখা (৩৫), গ্রাম:নলছোয়া, ইউনিয়ন: চৌয়ারা,
২৯৷ জাফর আহম্মদ (৩০), গ্রাম। ভাটপাড়া, ইউনিয়ন জোড়কানন পূর্ব,
৩০৷ গোলাম মোস্তফা (৩৫), গ্রাম নির্ভয় পুর, ইউনিয়ন। জোড়কানন পূর্ব,

৩১। কাজী ইসমাইল(৩৩), গ্রাম: দলছোয়া, ইউনিয়ন চৌয়ারা,
৩২৷ প্রফেসর জহিরুল হক (৪৮), গ্রাম: সানন্দা, ইউনিয়ন: বিজয়পুর,
৩৩। আবদুল মমিন(৪০), গ্রাম: মোহনপুর, ইউনিয়ন বারপাড়া,
৩৪৷ খোরশেদ আলম খোকা (৪২), গ্রাম: রাজারখোলা, ইউনিয়ন: বিজয়পুর,
৩৫৷ ডাঃ আবু তাহের (৫৩), গ্রাম: কদমতলী, ইউনিয়ন: গলিয়ারা উত্তর, সদর দক্ষিণ উপজেলা
৩৬৷ সফিকুর রহমান (৫২), গ্রাম: বড়চর, ইউনিয়ন: গলিয়ারা উত্তর, সদর দক্ষিণ উপজেলা,
৩৭৷ সৈয়দ ফেরদৌস আহমেদ (৫৫), গ্রাম: লালবাগ, ইউনিয়ন: জোড়কানন পূর্ব,
৩৮৷ আসলাম রেজা (৫২), গ্রাম: গাবতলী, ইউনিয়ন: বিজয়পুর,
৩৯৷ আবদুল হালিম (৪৭), গ্রাম; মোহাম্মদপুর, ইউনিয়ন: গলিয়ারা দক্ষিণ,
৪০৷ মাহফুজুল হক মেম্বার (৫১), গ্রাম: ধনপুর, ইউনিয়ন: জোড়কানন পশ্চিম,

৪১৷ সহিদুল্লাহ মাস্টার (৪৪), গ্রাম: মথুরাপুর ইউনিয়ন: পূর্ব জোড়কানন,
৪২৷ দেলোয়ার মেম্বার (৫০), গ্রাম: লালবাগ, ইউনিয়ন: পূর্ব জোড়কানন,
৪৩৷ মিজানুর রহমান সুমন (৪৩), গ্রাম: গোপালনগর ইউনিয়ন: চৌয়ারা,
৪৪৷ মিরন খন্দকার (৪০), গ্রাম: চাষাপাড়া ইউনিয়ন: চৌয়ারা,
৪৫৷ হুমায়ন কবির, মেম্বার (৫০), গ্রাম: উলুইন, ইউনিয়ন: জোড়কানন পশ্চিম,
৪৬। জাকির হোসেন (৪২), গ্রাম: কাশিপুর ইউনিয়ন: বারপাড়া,
৪৭৷ মো: নাছির উদ্দিন (৩৮), গ্রাম: পশ্চিম বটগ্রাম, ইউনিয়ন: জোড়কানন পশ্চিম
৪৮৷ মো: হারিছ মিয়া (চেয়ারম্যান) (৫৪), গ্রাম: জগপুর, ইউনিয়ন: জোড়কানন পূর্ব,
৪৯৷ আরিফুর রহমান (৩৮), গ্রাম: লক্ষীপুর, ইউনিয়ন; গলিয়ারা উত্তর,
৫০৷ মো: আব্দুল আওয়াল (৪০), গ্রাম: লালবাগ, ইউনিয়ন: জোড়কানন পূর্ব,

৫১৷ তৌফিকুল ইসলাম রিপন (৩৯), গ্রাম: লালবাগ, ইউনিয়ন: জোড়কানন পূর্ব
৫২। শাহাদাত হোসেন সেলিম (৩৫), গ্রাম: বানীপুর, ইউনিয়ন: জোড়কানন পশ্চিম
৫৩। দীপক চন্দ্র পাল (৩৩), গ্রাম: উত্তর বিজয়পুর, ইউনিয়ন: বিজয়পুর,
৫৪৷ আলী আক্কাছ (৩৬), গ্রাম: সুলতানপুর, ইউনিয়ন: বিজয়পুর,
৫৫৷ ওয়াহিদুর রহমান ফরিদ (৪৩), গ্রাম: লালবাগ, ইউনিয়ন: জোড়কানন পূর্ব
৫৬৷ আলী আশ্রাব (৩৭), গ্রাম: দলকুইয়া, ইউনিয়ন: গলিয়ারা উত্তর
৫৭৷ জামাল পোদ্দার (৩৯), গ্রাম: বামিশা ইউনিয়ন: চৌয়ারা
৫৮৷ এড: এস. এম সৈয়দ (৩৩), গ্রাম; রামধনপুর, ইউনিয়ন; গলিয়ারা উত্তর
৫৯৷ মাইন উদ্দিন (৩৭), গ্রাম: কৃষ্ণপুর, ইউনিয়ন: গলিয়ারা দক্ষিণ
৬০। ডাঃ আফাজ উদ্দিন (৪০), গ্রাম: যগপুর, ইউনিয়ন: জোড়কানন পূর্ব

৬১৷ জামাল উদ্দিন (৪৩), গ্রাম: মেরুআলী, ইউনিয়ন: গলিয়ারা উত্তর
৬২। গোলাম মোস্তফা (৫২), পিতা:: রশিদ, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা।
৬৩। সাইদ (৩৩), পিতা: মনির বাবুর্চি, গ্রাম: সালমানপুর, ইউনিয়ন: অজ্ঞাত সদর দক্ষিণ, কুমিল্লা।
৬৪৷ ইঞ্জিনিয়ার কবির (২৬) পিতা: বাবুল, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৬৫৷ কবির (৪২) সভাপতি: কৃষকলীগ, গ্রাম: সালমানপু, ২৪ নং ওয়ার্ড, সদর দক্ষিণ, কুমিল্লা,
৬৬৷ জনি (৩৮)পিতা:জলীল মিয়া যুবলীগ সভাপতি, গ্রাম: সালমানপুর, ২৪নং ওয়ার্ড, ইউনিয়ন: অজ্ঞাত, সদর দক্ষিণ, কুমিল্লা,
৬৭৷ আক্তার (৫২) পিতা:আলী আশরাফ, গ্রাম: সালমানপুর, ২৪ নং ওয়ার্ড, কুমিল্লা মহানগর,
৬৮৷ আবুল কালাম (৫৫) পিতা:আলী আহাম্মেদ, ২৪ নং ওয়ার্ড, কুমিল্লা মহানগর,
৬৯৷ সুমন মিশাল (৩২) পিতা:শাহ আলম, গ্রাম: সালমানপুর, ২৪ নং ওয়ার্ড, কুমিল্লা মহানগর,
৭০৷ তানভীর হাসান পারভেজ, চেয়ারম্যান (৫২), গ্রাম: সালমানপুর, ২৪ নং ওয়ার্ড, কুমিল্লা মহানগর,

৭১৷ নাজমুল (৩০), পিতা: আবুল কাশেম, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭২৷ শহিদ (৫৫) পিতা:শিরাজ মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭৩৷ রাজিব (২৮) পিতা:মুকশদ, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭৪৷ ইকবাল (৫২), পিতা:দুলা মিয়া (মাস্টার), গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭৫৷ মোরশেদ (৪৮) পিতা: ফজলু রহমান, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭৬৷ ইয়াসিন (২৮), পিতা আবুল মিয়া, গ্রাম; সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭৭৷ তুশার (৩৫) মনুমিয়া, পিতা: শাহ আলম, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭৮৷ সোহাগ আলী (৩৫) পিতা: মৃত্যু বাচ্চু মিয়া, সদর দক্ষিণ, কুমিল্লা,
৭৯৷ শাহ আলম মইশান (৫৭), পিতা: মৃত তোতা মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮০৷ মাছুম (৩৫), পিতা: সেলিম, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,

৮১৷ পিচ্ছি মাছুম (৩৭), পিতা: মমিন মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮২৷ বিল্লাল (৩২), পিতা: চারু মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮৩৷ আবুল মালেক (৬০), পিতা:ছামাদ মিয়া গ্রাম: অজ্ঞাত, ইউনিয়ন: অজ্ঞাত, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮৪৷ জসিম (৪৫), পিতা: ইব্রাহিম, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮৫৷ রফিকুল ইসলাম (সিটু) (৪৭), গ্রাম: অজ্ঞাত, ইউনিয়ন: অজ্ঞাত ২৪ নং ওয়ার্ড, কুমিল্লা মহানগর,
৮৬৷ মোসলেম খান (৩৪), পিতা:মিরু মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮৭৷ মতিন (৩২), পিতা: মোরশেদ মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮৮৷ জাহিদ খান (৩৫), পিতা:সিরাজ খান, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৮৯৷ সামাদ খান, পিতা: আকবার খান, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৯০৷ ইব্রাহিম খান (৩০), পিতা: ইউসুফ খান, সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,

৯১৷ সাইদ (৩২), পিতা: মৃত্যু শিরু হাফেজ, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৯২৷ মো: আজাদ হোসেন (৩৫) ( সাবেক কাউন্সিলর), ২২ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ, কুমিল্লা,
৯৩৷ মোস্তফা কামাল (৩৮), (কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মী), পিতা অজ্ঞাত, সালমানপুর,
৯৪। কাউসার মুন্সি (৩৩), পিতা: নুরু মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৯৫৷ সোহাগ (৩০), পিতা মুমিন মিয়া, গ্রাম: সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা,
৯৬৷ রিংকু কবির (৩৬), পিতা: আব্দুল খালেক, গ্রাম বড়ধমপুর, সর্ব থানা-সদর দক্ষিণ, সর্ব জেলা কুমিল্লা। সর্ব জেলাঃ কুমিল্লা সহ আরো অজ্ঞাতনামা ১৫০-২০০জন।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্তকাজ চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page