স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগর সাংবাদিকদের হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা সাংবাদিকরা। এই ঘটনায় মামলাও দায়েরের কথাও জানানো হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের হামলার ঘটনায় কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে এসব কথা জানান কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে কাজী এনামুল হক বলেন, সারাদেশে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন আমাদের সহকর্মীদের কিভাবে হামলা করেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কোন দলের তো আমরা জানি। আমরা কোন দল-মত বুঝি না। ঘটনা ঘটবে সাংবাদিক নিউজ করবে হামলা কেন করবেন? অতীতের ঘটনায় প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকাও আমরা দেখেছি। তাই আমরা বলতে চাই যতক্ষণ না আমাদের সহকর্মীদের হামলার দোষীদের গ্রেফতার না করা হবে আমরা পুলিশের কোন ইতিবাচক সংবাদ প্রচার করবো না।

এসময় তিনি মামলা করার ঘোষণা দেন এবং প্রেসক্লাব থেকে মামলা পরিচালনার ঘোষণা দেন।
প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে সাংবাদিক নেতারা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, বেশ কিছুদিন ধরে আপনাদের উগ্র নেতাকর্মীরা সাংবাদিকদের ইঙ্গিত করছে। আপনারা তাদের সামলান। নাহয় ভবিষ্যৎে আপনাদের কোন সংবাদ সাংবাদিকরা প্রচার করবে না।
উলেখ্য, বুধবার (৩০ জুলাই) কুমিল্লার মুরাদনগর বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলা করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফকে এক ব্যক্তি লোহার রড দিয়ে তার পায়ে একাধিক আঘাত করছে। এ সময় তার সঙ্গে থাকা এস এ টিভির কুমিল্লার ভিডিও জার্নালিস্ট বাপ্পীও আহত হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় মুরাদনগরে দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের প্রতিনিধি ইমরান হোসেন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি আবু নাসের মঈন খান, পূর্বাসা পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না আহত হয়।