কুমিল্লায় সাংবাদিকের বাসায় ঢুকে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত

দাউদকান্দি প্রতিনিধি।।
দাউদকান্দিতে সাংবাদিক কামরুল হক চৌধুরীর মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৬অক্টোবর) রাত সোয়া ১০টায় শহিদনগরের বাসার নিচতলায় রাখা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে এক যুবক দৌঁড়ে পালিয়ে যেতে দেখা গেছে সিসিক্যামেরার ফুটেজে।

কামরুল হক চৌধুরী ডেইলি অবজারভার পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

তিনি জানান, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যার পর বাসার নিচতলায় মোটরসাইকেলটি রেখে দোতলায় রুমে যাই। রাত সোয়া দশটার দিকে নিচতলা থেকে ধোঁয়া এবং বিকট শব্দ শুনে দৌঁড়ে এসে দেখি আমার মোটরসাইকেলটি পুড়ছে। পরে সিসিক্যামেরার ফুটেজে দেখাযায়, এক যুবক পেন্টের পকেটে বোতলে করে পেট্রোল নিয়ে ভিতরে যায়, পরক্ষনেই আগুন জ্বলে উঠে, যুবকটি পরে দৌঁড়ে পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ এরশাদ হোসাইন বলেন, ভবনের নিচতলায় মোটরসাইকেলটিতে আগুন লেগেছিল। রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page