০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

কুমিল্লায় সিআইডি পরিচয়ে স্বর্ণালঙ্কার লুট ও চাঁদাবাজি: শ্রমিকদল নেতাসহ আটক ৫

  • তারিখ : ১১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 347

চান্দিনা প্রতিনিধি॥
কুমিল্লার চান্দিনায় নিজেকে সিআইডি সদস্য পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট এবং পরে মুক্তিপণ দাবি করার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন বিএনপিপন্থী শ্রমিকদল নেতা রয়েছেন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে চান্দিনার ছায়কোট গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাত ১১টা পর্যন্ত চালানো যৌথ অভিযানে ভুক্তভোগী প্রবাসীকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।

ভুক্তভোগী মো. সোহেল সরকার জানান, তিনি গত ১১ জুলাই মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং সরাসরি চান্দিনার শ্বশুরবাড়িতে আসেন। রবিবার দুপুরে ৫-৬ জন লোক তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজেদের সিআইডি পরিচয় দেয়। পরে তারা সোহেলকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে, বিদেশ থেকে আনা ৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন ও একটি স্মার্টফোন লুট করে এবং তাকে অপহরণ করে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা প্রবাসীর স্ত্রীকে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

সোহেলের স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোহেলকে উদ্ধার এবং অভিযুক্তদের মধ্যে সোহেল মুন্সিসহ দু’জনকে আটক করে। পরে পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলো—

সোহেল মুন্সি (৩৯) – চান্দিনা পৌর শ্রমিকদল যুগ্ম আহ্বায়ক ও ১নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি

সোহাগ আহমেদ (৩৫) – মালাপদিয়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ

রাসেল মিয়া (২৯) – হাড়িয়া, মির্জাপুর, টাঙ্গাইল

হানিফ (২৭) – বীর চরমধুয়া, রায়পুরা, নরসিংদী

ফয়সাল (২৭) – শ্রীমন্তপুর, চান্দিনা, কুমিল্লা

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, “সেনাবাহিনীর সহযোগিতায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনায় মোট ৬ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (১৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ লুট হওয়া স্বর্ণালঙ্কার, আইফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি।

error: Content is protected !!

কুমিল্লায় সিআইডি পরিচয়ে স্বর্ণালঙ্কার লুট ও চাঁদাবাজি: শ্রমিকদল নেতাসহ আটক ৫

তারিখ : ১১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

চান্দিনা প্রতিনিধি॥
কুমিল্লার চান্দিনায় নিজেকে সিআইডি সদস্য পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট এবং পরে মুক্তিপণ দাবি করার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন বিএনপিপন্থী শ্রমিকদল নেতা রয়েছেন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে চান্দিনার ছায়কোট গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাত ১১টা পর্যন্ত চালানো যৌথ অভিযানে ভুক্তভোগী প্রবাসীকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।

ভুক্তভোগী মো. সোহেল সরকার জানান, তিনি গত ১১ জুলাই মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং সরাসরি চান্দিনার শ্বশুরবাড়িতে আসেন। রবিবার দুপুরে ৫-৬ জন লোক তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজেদের সিআইডি পরিচয় দেয়। পরে তারা সোহেলকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে, বিদেশ থেকে আনা ৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন ও একটি স্মার্টফোন লুট করে এবং তাকে অপহরণ করে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা প্রবাসীর স্ত্রীকে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

সোহেলের স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোহেলকে উদ্ধার এবং অভিযুক্তদের মধ্যে সোহেল মুন্সিসহ দু’জনকে আটক করে। পরে পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলো—

সোহেল মুন্সি (৩৯) – চান্দিনা পৌর শ্রমিকদল যুগ্ম আহ্বায়ক ও ১নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি

সোহাগ আহমেদ (৩৫) – মালাপদিয়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ

রাসেল মিয়া (২৯) – হাড়িয়া, মির্জাপুর, টাঙ্গাইল

হানিফ (২৭) – বীর চরমধুয়া, রায়পুরা, নরসিংদী

ফয়সাল (২৭) – শ্রীমন্তপুর, চান্দিনা, কুমিল্লা

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, “সেনাবাহিনীর সহযোগিতায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনায় মোট ৬ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (১৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ লুট হওয়া স্বর্ণালঙ্কার, আইফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি।