কুমিল্লায় স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

তাপস চন্দ্র সরকার।।
২০১২ সালে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন শাসনগাছা মোঃ নুরুল ইসলাম কলোনীতে পারিবারিক কলহের জের স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোঃ স্বপন মিয়ার মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল)  বিকেলবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

 রায় ঘোষণাকালে আসামি মোঃ স্বপন মিয়া আদালতের ডকে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন কৈজুর সরকার বাড়ীর মৃত নূরু মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া।

রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এড. মোঃ জাকির হোসেন জানান কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা প্রবাসী মোঃ নুরুল ইসলাম কলোনীর মোমেনা বেগমের বাসায় ভাড়া থাকতেন ফাতেমা বেগম। ঘটনার ছয় বছর পূর্বে  ফাতেমা বেগম (২৪) কে বিয়ে করেন ফেরিওয়ালা ভাঙ্গারি মালামাল বিক্রেতা মোঃ স্বপন মিয়া।পরিবারের নানা বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। এরই মধ্যে ফাতেমা এক সন্তান আনিসুর রহমান পাটোয়ারি (৪) জন্ম দেয়। প্রতিনিয়ত ঝগড়া বিবাদের একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০১২সালের ১৯ আগষ্ট রাত ৩টায় পারিবারিক বিষয়ে ঝগড়া করিয়া ফাতেমা বেগমকে শ্বাসরোধ করিয়া হত্যা করে পালিয়ে যান স্বামী মোঃ স্বপন মিয়া। এ ব্যাপারে মৃত ফাতেমা বেগম এর বড়ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করিলে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি বিচারে আসিলে আসামী মোঃ স্বপম মিয়ার বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষে ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পর্যালোচনাক্রমে যুক্তিতর্ক শুনানী অন্তে পলাতক আসামি মোঃ স্বপন মিয়াকে দঃ বিঃ আইনের ৩০২ ধারায় দোষী সাবস্থ্যক্রমে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। এ ছাড়াও আসামী মোঃ স্বপন মিয়ার মৃত্যুদণ্ডাদেশ মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে তাঁর মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন আদালত। রায়ে আরও উল্লেখ করেন যে, মৃত্যুদণ্ড পলাতক আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হোক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী অদ্য রায়ের তারিখ হইতে ০৭ (সাত) দিবসের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে আপীল করতে পারবেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. মোহাম্মদ জাকির হোসেন এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. নাঈমা সুলতানা (মুন্নি)।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page