০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

  • তারিখ : ১১:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 517

নেকবর হোসেন
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে বাজিগুলো জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ১০ বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৮ হাজার ১০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৫৬ লাখ ৩২ হাজার টাকা।

জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।

১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা সর্বদা সজাগ। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!

কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

তারিখ : ১১:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ বাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে বাজিগুলো জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ১০ বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৮ হাজার ১০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৫৬ লাখ ৩২ হাজার টাকা।

জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।

১০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা সর্বদা সজাগ। অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”