কুমিল্লার আলেখাচর এলাকায় গ্যাসলাইন সংস্কারে ৭শ পরিবারের ভোগান্তির অবসান

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শহরতলীর আলেখাচর-সাহেবনগর এলাকার গ্যাসলাইনের সংস্কার করায় অবশেষে এলাকার প্রায় ৭শ পরিবারের দীর্ঘ প্রায় ৫ বছর ভোগান্তির অবসান হয়েছে। গ্যাস লাইনের সমস্যার কারণে পর্যাপ্ত গ্যাস না পাওয়াতে তারা গৃহস্থানী রান্নার কাজে সমস্যা পোহাতে হচ্ছিল।

কুমিল্লা- ০৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের দিকনির্দেশনায় স্থানীয় অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক জহিরুল ইসলাম মোহন সরদার, নবনির্বাচিত ইউপি মেম্বার আবুল হোসেন বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দৃষ্টিতে আনায় তারা দ্রæত পদক্ষেপ নেয়। গত শুক্রবার দিনব্যাপী লাইনের সংস্কার করা হয়। এ সফল উদ্যেগের প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন জানায়,২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত আলেখারচর ও সাহেবনগর অধ্যুষিত এলাকায় বিগত ৫ বছর ধরে গ্যাস লাইন সংস্কারের কারণে গাসের সমস্যায় ভুগছিল। প্রায় সময়ই পর্যাপ্ত গ্যাস পেত না। রান্নার কাছে ব্যাঘাত ঘটন। গত শুক্রবার দিনব্যাপী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী কর্মকর্তা (কারিগরি),ইঞ্জিনিয়ারিং সার্ভিস শাখা (কেন্দ্রীয়) এর সুদক্ষ প্রকৌশলী ইঞ্জিনিয়ার রথীন্দ্র নাথ রায় তত্ত¡াবধানে এ সমস্যার সমাধান করা হয়।

এসময় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম, সমাজসেবক আতিকুর রহমান পাবেল, ইয়ার আহম্মেদ, হাসান ইমাম রিপন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রামবাসীর দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসানপূর্বক গ্রামবাসীর দীর্ঘ দিনের দাবির বাস্তবায়ন ঘটে। স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন জনগনের দীর্ঘ দিনের এ সমস্যা সমাধান হওয়ায় হাজী বাহার এমপি ও বাখরাবাদ কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page