০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু

  • তারিখ : ১০:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 1590

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার পথচারী মা ও তার শিশুকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তাদের দুই বছরের কন্যা তাকিয়া ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, নিহত মাহিনুর আক্তার বিকেলে তার ছোট্ট মেয়েকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ দ্রুতগামী ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। চাপা দেওয়ার পর গাড়িটি সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও শিশু তাকিয়ার মৃত্যু হয়।

খাদে পানিভর্তি থাকায় গাড়িটি কিছুটা ডুবে যায়। গাড়ির ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকাবাসীরা জানান, মহাসড়কটি দিয়ে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে প্রাইভেটকার ও বাস চালকরা গতি নিয়ন্ত্রণ না করে গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিহত মা-শিশুর করুণ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি। আহতদের চিকিৎসা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলা দায়ের করা হবে।”

error: Content is protected !!

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু

তারিখ : ১০:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার পথচারী মা ও তার শিশুকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তাদের দুই বছরের কন্যা তাকিয়া ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, নিহত মাহিনুর আক্তার বিকেলে তার ছোট্ট মেয়েকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ দ্রুতগামী ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। চাপা দেওয়ার পর গাড়িটি সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও শিশু তাকিয়ার মৃত্যু হয়।

খাদে পানিভর্তি থাকায় গাড়িটি কিছুটা ডুবে যায়। গাড়ির ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকাবাসীরা জানান, মহাসড়কটি দিয়ে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে প্রাইভেটকার ও বাস চালকরা গতি নিয়ন্ত্রণ না করে গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিহত মা-শিশুর করুণ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি। আহতদের চিকিৎসা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলা দায়ের করা হবে।”