কুমিল্লার চান্দিনায় মহাসড়কের পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নেকবর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

অভিযান চলে দুপুর পর্যন্ত। যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন।

স্থানীয়রা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রাজনৈতিক প্রভাবে একটি চক্র আবারও স্থাপনা গড়ে তোলে। এতে মহাসড়কের যানজটের কোনো স্থায়ী সমাধান হয় না। ঘুরেফিরে মহাসড়কে দূর্ভোগ লেগেই থাকে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন জানান, এবার তালিকা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কিছুদিন আগে নিমসার বাজার, আজ চান্দিনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তারপর দাউদকান্দির গৌরীপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যাগে স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা রয়েছে। যাতে অবৈধ স্থাপনা আবার গড়ে না উঠে।

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভাগের কর্মকর্তারা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page