চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পৌর এলাকার মহারং পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ। তিনি ওই এলাকার হাজী আলী মিয়ার ছেলে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত মফিজুল ইসলাম ১৯৮৬ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরে তিনি উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৯ সাল থেকে চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নৌকা প্রতীকে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া চান্দিনা থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page