১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে মাদকবিরোধী আলোচনার জেরে পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের নোয়াবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত দাউদকান্দিতে রাইট টক অফ বাংলাদেশের নতুন নেতৃত্ব কমিটি ঘোষণা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, পথচারী গুরুতর আহত ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর ঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল, সদস্য সচিব জামাল আইইবি কুমিল্লা কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লার চান্দিনায় সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম গ্রেপ্তার

  • তারিখ : ১২:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 202

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পৌর এলাকার মহারং পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ। তিনি ওই এলাকার হাজী আলী মিয়ার ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত মফিজুল ইসলাম ১৯৮৬ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরে তিনি উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৯ সাল থেকে চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নৌকা প্রতীকে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া চান্দিনা থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার চান্দিনায় সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম গ্রেপ্তার

তারিখ : ১২:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পৌর এলাকার মহারং পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ। তিনি ওই এলাকার হাজী আলী মিয়ার ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত মফিজুল ইসলাম ১৯৮৬ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরে তিনি উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৯ সাল থেকে চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নৌকা প্রতীকে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া চান্দিনা থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।