কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে যেভাবে আগুনের সূত্রপাত

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে আগুন লাগে। চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে সাড়ে ৩ ঘণ্টা পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে বিপুল ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কার কথা জানান তিনি।

আগুনের সূত্রপাতের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, একটি মিষ্টির দোকান থেকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রাত থেকেই ভুক্তভোগী ব্যবসায়ীরা বাজারে ভিড় করেছেন। তাদের আর্তনাদে ভারী হয়ে আছে চারপাশ। অগ্নিকাণ্ডের ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল জানান, আমাদের বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। সবাই নিঃস্ব হয়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।

মাধাইয়া বাজারটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। রাতে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দা এবং মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরাও নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

প্রত্যক্ষদর্শী মাধাইয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, চোখের সামনে শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেননি। দোকানের সবকিছু আগুন পুড়তে দেখছেন ব্যবসায়ীরা। তাকিয়ে থাকা ছাড়া তাদের কিছুই করার ছিল না তাদের। সহায়-সম্বল হারিয়ে এখন পুড়ে যাওয়া দোকানের পাশে বসে কান্না করছেন তারা।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page