স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলায় অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার(২৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ ও পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহদাৎ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৩ বান্ডিল করে ঢেউটিন এবং গৃহনির্মাণের জন্য ৯ হাজার টাকার চেক। এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।
ইউএনও সুমাইয়া মমিন বলেন, সরকার সবসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। ক্ষতিগ্রস্তরা যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে।
আরো দেখুন:You cannot copy content of this page