স্টাফ রিপোর্টার॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রাম থেকে মান্নান মিয়া (৫৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বুধবার(২১ মে) সকাল ৮টার দিকে বাড়ির পাশে থাকা চা দোকানের সামনে একটি ঢাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এসময় বাড়ির পাশে থাকা চা দোকানের মালিক নাসিমা আক্তারকে(৫০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মৃতদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন,মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী৷
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গুলা গ্রামের মোল্লা বাড়ীর মৃত আলী আজগরের ছেলে মান্নান মিয়া এবং তার ছেলে সোহেল কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করতেন। সন্ধ্যার পর সময় অতিবাহিত করতেন বাড়ীর পাশেই নাসিমা বেগমের চা দোকানে, যা তার ঘর থেকে খুব কাছেই। ঘটনাস্থল থেকে কাছাকাছি ওই দোকানের সামনে একটি ঢাল থেকেই মরদেহটি পাওয়া গেছে।
মরদেহ উদ্ধার সংক্রান্ত তথ্য জানিয়ে মান্নান মিয়ার ছেলে মো সোহেল বলেন,মঙ্গলবার(২০ মে) সন্ধ্যার পর তিনি দোকানে বসেছিলেন। বাবা সেখানে ছিলেন; তিনি দোকান থেকে চলে গেছেন। রাত সাড়ে নয়টার পরও বাবা সেখানে ছিলেন বলে মনে হয়। পরবর্তীতে পাশের বাড়ির লোকজন সকালে এসে জানায় যে তার বাবাকে হত্যা করা হয়েছে।
কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, তার বাবা সবসময়ই সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন, কারো সঙ্গে শত্রুতা ছিল না। হত্যাকারীর দ্রুত শাস্তি দাবি করেন তিনি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী জানান,মান্নান মিয়া নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য তাকে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ পাওয়া স্থান ও আশপাশে চলাচলের পথে টেনে হেঁচড়ে নেওয়ার মতো চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিস্তারিত বলা যাবে।এসময় বাড়ির পাশে থাকা চা দোকানের মালিক নাসিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page