০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই -ড.খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে নির্মাণ চলাকালেই ভেঙে পড়ল ২০ লাখ টাকার ঘাটলা

  • তারিখ : ০৮:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 63

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে নির্মীয়মাণ একটি ঘাটলা ভেঙে পড়েছে। উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে গিয়ে এমনটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়রা।

জানা যায়, আইপিসিপি প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে একটি ঘাটলা নির্মাণকাজ শুরু করে এলজিইডি।

মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে কাজটি শুরু করে। সোমবার (৩০জুন) ঘাটলার স্লাব ও সিড়ির ধাপ ঢালাই করার সময় সেন্টারিং সরে মাঝখানে দেবে ধসে পড়ে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে ঘাটলাটি নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. শাকের উল্লাহ বলেন, কাজটি শুরু করার দিন প্রকৌশলী অফিসের লোক এসেছিলেন। এরপর আর কেউ আসেননি। ঠিকাদার বা প্রকৌশলী কেউই আমাদের কিছু জানান না বা এ কাজের কোনো কাগজপত্রও আমাদের দেখাননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রাসেল আহমেদ বলেন, ঈদের আগে সাটারিং করা ছিল। মিস্ত্রি চেক না করেই ঢালাই দেওয়ায় ভেঙে পড়েছে। কাজটি পুনরায় করা হবে।

এলজিইডির দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘পুকুর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ লাখ টাকায় ঘাটলা নির্মাণ করা হচ্ছে। কাজটিতে কিছু ত্রুটি আছে বলে আমার সাইট ইঞ্জিনিয়ার (উপসহকারী প্রকৌশলী) দেখে আমাকে জানিয়েছেন।’ আজ ঢালাই করার সময় ভেঙে পড়েছে শুনে চমকে উঠে এই কর্মকর্তা বলেন, ‘কি বলেন, ঢালাই করে ফেলেছে আমরা জানি না। আবার ভেঙেও পড়েছে! আমাদের ফাকি দিতে গিয়ে ঠিকাদার নিজেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এখনতো আবার সিডিউল অনুযায়ী তাঁকে কাজটি করে দিতে হবে। তবে অবশ্যই আমাদের তদারকি আরো বাড়ানোর দরকার ছিল।’

error: Content is protected !!

কুমিল্লার দাউদকান্দিতে নির্মাণ চলাকালেই ভেঙে পড়ল ২০ লাখ টাকার ঘাটলা

তারিখ : ০৮:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে নির্মীয়মাণ একটি ঘাটলা ভেঙে পড়েছে। উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে গিয়ে এমনটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়রা।

জানা যায়, আইপিসিপি প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে একটি ঘাটলা নির্মাণকাজ শুরু করে এলজিইডি।

মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে কাজটি শুরু করে। সোমবার (৩০জুন) ঘাটলার স্লাব ও সিড়ির ধাপ ঢালাই করার সময় সেন্টারিং সরে মাঝখানে দেবে ধসে পড়ে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে ঘাটলাটি নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. শাকের উল্লাহ বলেন, কাজটি শুরু করার দিন প্রকৌশলী অফিসের লোক এসেছিলেন। এরপর আর কেউ আসেননি। ঠিকাদার বা প্রকৌশলী কেউই আমাদের কিছু জানান না বা এ কাজের কোনো কাগজপত্রও আমাদের দেখাননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রাসেল আহমেদ বলেন, ঈদের আগে সাটারিং করা ছিল। মিস্ত্রি চেক না করেই ঢালাই দেওয়ায় ভেঙে পড়েছে। কাজটি পুনরায় করা হবে।

এলজিইডির দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘পুকুর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ লাখ টাকায় ঘাটলা নির্মাণ করা হচ্ছে। কাজটিতে কিছু ত্রুটি আছে বলে আমার সাইট ইঞ্জিনিয়ার (উপসহকারী প্রকৌশলী) দেখে আমাকে জানিয়েছেন।’ আজ ঢালাই করার সময় ভেঙে পড়েছে শুনে চমকে উঠে এই কর্মকর্তা বলেন, ‘কি বলেন, ঢালাই করে ফেলেছে আমরা জানি না। আবার ভেঙেও পড়েছে! আমাদের ফাকি দিতে গিয়ে ঠিকাদার নিজেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এখনতো আবার সিডিউল অনুযায়ী তাঁকে কাজটি করে দিতে হবে। তবে অবশ্যই আমাদের তদারকি আরো বাড়ানোর দরকার ছিল।’