স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুরের রামপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৫৫) লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার জিংলাতলী ইউনিয়নের মালিখিল রামপুর অংশে মহাসড়কের পাশে একটি নালায় লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের পরনে ফুলহাতা চেক শার্ট ও লুঙ্গি ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নালায় একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনির হোসেন বলেন, “অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।” ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page