০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদকে ভূষিত হলেন কুমিল্লার এসআই খাজু মিয়া ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় বুড়িচংয়ে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুমিল্লার লালমাই মাদককে না বলে শিক্ষার্থীদের শপথ চাকসু নির্বাচনে এজিএস পদে প্রার্থী বুড়িচংয়ের ফয়সাল -শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সাথে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত জামায়াতে ইসলামী বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের জবাব দিবে এদেশের জনগণ -মনিরুজ্জামান বাহলুল

কুমিল্লার দেবিদ্বারে মসজিদে সিঁড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • তারিখ : ১০:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 77

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামের এক আবুধাবী প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। সে উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুড়াতে আবুধাবী যায়। সেখানের দুই মাস থাকার পর অসুস্থ্য হয়ে গত দেড় মাস পূর্বে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন।

রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বাহির হয়ে যায় তার স্বামী। এরপর আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করে নাই। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই।

তরিকুল ইসলাম টিপন নামে এক স্থানীয় যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমাম সাহেবের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। সে সময় সিঁড়িতে বশিরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে ইমাম সাহেবকে ফোনে জানায় এবং এলাকাবাসীকে বিষয়টি জানান।

মসজিদের সভাপতি মো: বশিরুল ইসলাম বলেন, ঈমাম সাহেব আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে লাশ দেখে থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লার দেবিদ্বারে মসজিদে সিঁড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

তারিখ : ১০:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামের এক আবুধাবী প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। সে উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুড়াতে আবুধাবী যায়। সেখানের দুই মাস থাকার পর অসুস্থ্য হয়ে গত দেড় মাস পূর্বে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন।

রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বাহির হয়ে যায় তার স্বামী। এরপর আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করে নাই। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই।

তরিকুল ইসলাম টিপন নামে এক স্থানীয় যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমাম সাহেবের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। সে সময় সিঁড়িতে বশিরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে ইমাম সাহেবকে ফোনে জানায় এবং এলাকাবাসীকে বিষয়টি জানান।

মসজিদের সভাপতি মো: বশিরুল ইসলাম বলেন, ঈমাম সাহেব আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে লাশ দেখে থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।