কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, আহত ২০

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক পক্ষের গরু অন্য পক্ষের জমিতে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে গুলি বিনিময় শুরু হলে নারী-শিশুসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধরা হলেন— রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) এবং বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমা মজুমদার জানান, দুপুর ১টার পর গুলিবিদ্ধ তিন নারী ও এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, “সকাল ১১টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। এতে আমিসহ অনেকে গুলিবিদ্ধ হই।”

অভিযুক্ত শেখ ফরিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, “ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page