কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

মোঃ জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের  ৫  সদস্য  আটক করেছে। এসময়  একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ময়নামতি ইউনিয়ন এর বিনন্দিয়ারচর এলাকায় একটি পরিত্যক্ত  বলাকা ব্রিক ফিল্ডে শুক্রবার দিবাগত রাত দেড় টায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান শুক্রবার দিবাগত রাত দেড়টায় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই  কাজী হাসান উদ্দিন, এ এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিনন্দিয়ারচর এলাকার পরিত্যক্ত  বলাকা ব্রিক ফিল্ডটি ঘেরাও করে ৫ ডাকাতকে আটক করে। এসময় আরও  ১০/১২ জন অজ্ঞাত নামা ডাকাত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিকআপ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করে।


আটককৃত ডাকাতরা হলো – অপু সরকার , সুমন , আশিকুর রহমা সৈকত, মোঃ শাহীন মিয়া  ও মোঃ রাসেল মিয়া।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাতরা জানায়, বিভিন্ন সড়ক, বাসাবাড়ীতে ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করে  ওই স্থানে ওৎ পেতে ছিল।

এব্যপারে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার বলেন, পলাতক ডাকাতকে গ্রেফতারের অভিযান চলছে। আটক সকল ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে বুড়িচং থানা পুলিশ আসামীদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page